বাঙলা প্রতিদিন প্রতিবেদক: পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশেমোট ১ হাজার ১৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৭৪১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৪৬ জন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন।
তিনি আরও জানান, এ অভিযানের সময় একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।