জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯ লাখ ২৮ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬১ কোটি ১০ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে রেনাটা। এ কোম্পানির ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসএস স্টিল ৩ কোটি ১৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে আছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭২ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৫১ হাজার টাকার, বিকন ফার্মার ৪০ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২২ লাখ ৫০ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৪৫ লাখ ৮৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ২০ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৫২ লাখ ৩৪ হাজার টাকার, ফাইন ফুডসের ১৪ লাখ ৮২ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭৪ লাখ ৮৪ হাজার টাকার, আইডিএলসির ১৬ লাখ ৬ হাজার টাকার, ইফাদ অটোসের ১ কোটি ৫৯ লাখ টাকার, আইএফআইসি ব্যাংকের ৬ লাখ ১৩ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৮ লাখ ৪০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৪০ হাজার টাকার, লিন্ডে বিডির ৪৭ লাখ ৫৬ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪২ লাখ টাকার, এমএল ডাইংয়ের ৮ লাখ ১০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৪৭ লাখ ১ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১০ লাখ ৩০ হাজার টাকার, রবি আজিয়াটার ২ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩০ লাখ ৯৫ হাজার টাকার, সোনালী পেপারের ১০ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫৩ লাখ ৫০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৫০ লাখ ৪০ হাজার টাকার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১৫ লাখ ৬০ হাজার টাকার, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৭৩ হাজার টাকার এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।