দেশের বাইরে ডেস্ক : শনিবার (১৬ জানুয়ারি) থেকে ভারতে শুরু হয়েছে মহামারি করোনাভাইরাসের টিকা প্রয়োগ। সকালে প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেন পরিচ্ছন্নতাকর্মী মানিশ কুমার। এরপর একদিনেই দেশটিতে ১ লাখ ৯১ হাজার জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। খবর এনডিটিভি’র।
সকালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি সাধারণ জনগনকে সতর্ক করে জানিয়েছেন যে, করোনার টিকা নিলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার টিকা নিয়ে প্রপাগান্ডা কিংবা গুজব ছড়ানো বন্ধ করতে হবে।
শনিবার থেকে ভারতের বিভিন্ন রাজ্যের ৩ হাজারটি টিকাদান কেন্দ্রে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাদান। যদিও ডাক্তারদের একটি অংশ সিরাম ইনস্টিটিউটের তৈরি টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছে।
চলতি বছরের আগস্টের মধ্যে ভারত ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাদান সম্পন্ন করবে।