সংবাদদাতা, নরসিংদী: আগামী ১৪ ফেব্রয়ারী নরসিংদির দুই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৭ জানুয়ারী) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আসন্ন নরসিংদী পৌরসভার মেয়র পদে নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আশরাফ সরকার নরসিংদী জেলা রিটানিং অফিসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
আর আওয়ামী লীগ দলীয় প্রার্থী নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুও জমা দিয়েছেন মনোনয়ন পত্র।
নরসিংদী পৌরসভার মেয়র পদ ৭ জন মেয়র প্রার্থীর সাথে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত আসনে ১২ জন মনোনয়ন পত্র জমা দেন। মেয়র পদে যে ৭ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দেন, তারা হলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু (আওয়ামী লীগ), নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার ( স্বতন্ত্র), নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এস এম কাইয়ূম ( স্বতন্ত্র), জেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ( বি এন পি), মোঃ আসাদুল হক ( ইসলামী আন্দোলন বাংলাদেশ), বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ( স্বতন্ত্র) ও জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক মোঃ রিপন সরকার ( স্বতন্ত্র)।
অপরদিকে একই দিনে মাধবদী পৌরসভার মনোনয়ন পত্র জমা নেওয়া হয়। মাধবদী পৌরসভার নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন, সংরক্ষিত আসনে ১২ জন ও মেয়র পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দেন নরসিংদী জেলা রিটানিং অফিস কার্যালয়ে।
মাধবদী পৌরসভার মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ৫ জন। পাঁচ প্রার্থী হলেন আনোয়ার হোসেন ( বিএনপি মনোনীত) মনির হোসেন শামিম ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) ফরিদা ইয়াসমিন ( স্বতন্ত্র) মোশারফ হোসেন ( আওয়ামী লীগ মনোনীত) ও আনোয়ার হোসেন ( স্বতন্ত্র)। আগামী ১৪ ফেব্রয়ারী এ দুই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।