আনন্দ ঘর ডেস্ক : মঙ্গলবার (২৬ জানুয়ারি) ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা।
এদিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রজাতন্ত্র দিবসের সঙ্গে স্বাধীনতা দিবস গুলিয়ে ফেলেছেন তিনি। যদিও পরবর্তী সময়ে বিষয়টি শুধরে নিয়েছেন। কিন্তু এর আগে তার ভুল করা সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
শিল্পার এই স্ক্রিটশট প্রকাশ করে অনেকেই তার সমালেচানা করেন। কেউ কেউ কটাক্ষও করেছেন। টুইটারে একজন স্ক্রিনশট শেয়ার দিয়ে লিখেছেন, ‘ঠিকমতো লেখাপড়া না করার ফল।’ অপর একজন লিখেছেন, ‘তিনি কোন নেশার মধ্যে ছিলেন?’
তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি শিল্পা।
অন্যদিকে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছেন। ছেলে ভিয়ানকে নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘দিনে একটি ভালো কাজের শিক্ষা আমাদের সন্তানদের দিতে পারি। আমরা সবকিছু নিজের মতো করে ভেবে নিতে পারি না।’