নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে কলাবাগান থানার কাঠাঁলবাগান বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।
গ্রেফতাররা হলেন- হাসানুজ্জামান (৩০), মো. আলমগীর হোসেন (৩২), মো. রুবেল (২৭) ও মোছা. মিনু আক্তার (২৭)। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উত্তরা জোনাল টিমের উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় কলাবাগান থানার কাঠাঁলবাগান বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারদের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা হয়েছে।