নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জ ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ১ টি প্রসাধনী তৈরির কারখানা থেকে ২ কোটি টাকার মূল্যের নকল ও ভেজাল মালামাল জব্দসহ সীলগালা এবং দুইটি বেকারীকে ৬ লক্ষ টাকা জরিমানা করে র্যাব এর ভ্রাম্যমান আদালত।
সম্প্রতি রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা শহরের বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি অতি মুনাফার লোভে তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদন ছাড়াই মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল এবং অননুমোদিত রং ব্যবহার করে বিভিন্ন ভেজাল প্রসাধনী তৈরি ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী, বিক্রয় ও সংরক্ষন করছে। এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-২ একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) ৫ ঘন্টাব্যাপী র্যাব-২ এর উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু-এর পরিচালনায় এবং বিএসটিআইয়ের সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় মার্ক-৩ টয়লেট্রিজ লিমিটেড নামক একটি সাইনবোর্ড বিহীন প্রসাধনী তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় যে, উক্ত কারখানাতে মেয়াদ উত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধন সামগ্রী উৎপাদন, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্রান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধন সামগ্রী তৈরী ও মেয়াদোর্ত্তীণ পণ্যের মেয়াদের তারিখ পরিবর্তন করে বাজারজাত করাসহ বিভিন্ন গুরুতর অপরাধে উক্ত প্রতিষ্ঠানের প্রোডাকশন ম্যানেজার আসলাম (৫০) ডেলিভারী ম্যান তপু দে (৩১) কে ২৫গ ধারায় বিশেষ ক্ষমতা আইনে কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করাসহ উক্ত প্রতিষ্ঠানকে সীলগালা ও অনুমানিক ২ কোটি টাকার নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধন সামগ্রী জব্দ করা হয়।
অপরদিকে গত বুধবার (২৭ জানুয়ারী) সাড়ে ৩ ঘন্টাব্যাপী র্যাব-২ এর উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিএসটিআইয়ের সহায়তায় মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকার রুহি বিস্কুট এন্ড ব্রেড বেকারী এবং বিসমিল্লা ব্রেড এন্ড বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উক্ত বেকারী দুইটি বিএসটিআই এর মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অননুমোদিত রং ব্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পঁচা, নষ্ট উপাদান দ্বারা খাবার উৎপাদন, মজুদ ও বিক্রয়ের অপরাধে দুইটি প্রতিষ্টানকে ৬ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে র্যাব-২ ভ্রাম্যমান আদালত। ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখবে (মিডিয়া)সহকারী পরিচালক এএসপি মোঃ আবদুল্লাহ আল মামুনের পক্ষে অধিনায়কের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।