নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আবুল হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার ( ৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত আবুল হোসেন কুমিল্লা জেলার মেঘনা থানার রমিজ উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরে পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহতের ভাগনে আল-আমিন বলেন, তাকে মোবাইলে কল করে জানানো হয়, তার মামা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় পান তারা। কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।