মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের
প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মনিরুজ্জামান মনির নামে স্থানীয় এক সাংবাদিককে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরধরে মাইক্রোযোগে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। মনির ঢাকার ইনফো বাংলা ও কুষ্টিয়া থেকে প্রকাশিত সময়ের কাগজ ও অনলাইনে প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় শৈলকুপার ধাওড়া বাজারের মোড়ে ভোরে শিক্ষার্থীরা রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তার বাঁধন খুলে দেয়। পরে তার পরিচয় প্রকাশ করেন সাংবাদিক মনিরুজ্জামান মনির। ওই সাংবাদিককে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন ওরফে ডিশ বাবুসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক সিন্ডিকেটের সংবাদ প্রকাশ করে স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান মনির।
শৈলকুপা থানার তৎকালীন এএসআই মনির হাজরা ও একাধিক পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে মারাত্বক আহতসহ চাঁদাবাজির মামলা রয়েছে বাবুর বিরুদ্ধে। সম্প্রতি বাবু জেল থেকে বের হয়ে এসেছে। তার নেতৃত্বে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাড়ির পাশে রাস্তা থেকে মনিরকে মাইক্রোযোগে তুলে নেয়া হয় বলে অভিযোগ। এরপর হাত-পা, চোখ বেঁধে অজ্ঞান করে মারপিটসহ নির্যাতন চালিয়ে ভোরের দিকে পার্শ্ববর্তী ধাওড়া রাস্তার ধারে ফেলে দেয়া হয় বলে হাসপাতালে ভর্তি সাংবাদিক মনিরুজ্জামান মনির জানায়। তার কাছ থেকে ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ ছিনতায় করা হয়েছে বলে জানায় মনির।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত ও সাংবাদিকের নিরাপত্তার দাবি করেছে শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকরা। প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা ও সম্পাদক শাহীন আক্তার পলাশসহ সাংবাদিকরা এর নিন্দা জানিয়েছেন।
অন্যদিকে, ঘটনার পরে ওই সাংবাদিকের পরিবার নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে। মনিরের মা ডলি খাতুন জানান, রাত ১০টার পর থেকে তার ছেলের ফোন বন্ধ হয়ে যায়, এরপর সকালে খোঁজ পাওয়া যায়, তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে তাদের অভিযোগ।
তবে এসব ঘটনা অস্বীকার করেছে ইউপি সদস্য ইমরান হোসেন বাবু। তার সঙ্গে মনিরের কোন বিরোধ নেই বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় বাবুসহ ৬ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় অভিযোগ করেছেন সাংবাদিক মনির। তবে পুলিশ বলছে, এলাকায় কোন মাদক সিন্ডিকেট নেই, ডিস বাবুর সঙ্গে ওই সাংবাদিকের কথা কাটাকাটি হয়, সেটার মীমাংসা করা হয়েছিলো। তাছাড়া কাউকে ধরে নিয়ে যাওয়া বা নির্যাতনের ঘটনা ঘটেনি বলে জানায় শৈলকুপার কচুয়া তদন্ত কেন্দ্রের ওসি সামছুজ্জামান জোহা।







































































