জ্যেষ্ঠ প্রতিবেদক : ন্যাশনাল ট্যুরিজম বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আটটি খাতে। প্রতিষ্ঠানগুলো হলো- কক্সবাজারের গ্যালাক্সি রিসোর্ট লিমিটেড ও সাজেকের জুমঘর ইকো রিসোর্ট, ঢাকার সেন্টমার্টিন ট্র্যাভেলস ও খুলনার হলিডেজ শিপিং লাইন, সুন্দরবন ওয়ান্ডার্স ট্যুরিজম, আল-আখওয়ান ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস ও দুর্বার বাংলা ট্যুরিজম, ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট (আইসিআই), আপডেট কলেজ ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, অতিথি ডটকম, ম্যাজিক প্যারাডাইজ পার্ক, মাই ট্যুরিজম এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশন (বিটিইএ) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। এখানে বিটিইএ ন্যাশনাল ট্যুরিজম বিজনেস অ্যাওয়ার্ড-২০২০ দেওয়া হয়।
ন্যাশনাল ট্যুরিজম বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ, পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সুপার ইব্রাহীম খলিল।
এছাড়াও গেস্ট অব অনার কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেইয়া, বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ. খান, টোয়াব এর প্রথম ভাইস প্রেসিডেন্ট শিবলুল আজম কোরেশি, বিডি ইনবাউন্ড এর প্রথম ভাইস প্রেসিডেন্ট আর. এম. জি. নাসির মজুমদার, ইউরোমেড ইএমআরবিআই-এর কান্ট্রি ডিরেক্টর প্রফেসর মো. শাহরিয়ার পারভেজ এবং বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট কাজী রহিম শাহরিয়ার।