কলকাতা থেকে মনোয়ার ইমাম: পড়তে পড়তে বাঁচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ইলেকট্রনিক মোটর সাইকেলের উদ্বোধন করতে গিয়ে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটর সাইকেল চালিয়ে দেখার ইচ্ছে পোষন করে।
পরে মুখ্যমন্ত্রী মোটর সাইকেল চালিয়ে একটু দূরেই যেতে না যেতেই টলমল অবস্থা দেখে পড়তে পড়তে অল্পের জন্য বেঁচে গেলেন। এমন ঘটনা ঘটতেই চলেছিল হাওড়ার একটি সো রুমে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী নিরাপত্তা বাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে ধরে ফেললে অল্পের জন্য রক্ষা পান। এমন একটি দৃশ্যে দেখে হতভম্ব হয়ে পড়ে স্হানীয় মানুষ। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ না মিটলেও মোটর সাইকেল চালিয়ে যাওয়ার ইচ্ছা পূরণ হয়েছে।