জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ মঙ্গলবার (২ মার্চ) ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ ১০ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকোর। কোম্পানিটির ২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিডি ফাইন্যান্স ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে। এ কোম্পানির ১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে আছে স্কয়ার ফার্মা।
ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কটনের ৫ লাখ ১০ হাজার টাকার, আমান ফিডের ৯ লাখ ৯২ হাজার টাকার, অ্যাপোলো ইস্পাতের ১১ লাখ ২৪ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ১ লাখ ৪২ হাজার টাকার, বেক্সিমকোর ৪৫ লাখ ৫০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৬ লাখ ৭০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২১ লাখ ৯০ হাজার টাকার, ই-জেনারেশনের ৫ লাখ ১১ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৬ হাজার টাকার, কে অ্যান্ড কিউ’র ১০ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৩৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৯ লাখ ৭ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ৮ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৫৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৯ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ২৯ লাখ ৯৬ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১৫ হাজার টাকার, সী পার্ল বিচের ১০ লাখ ৬৯ হাজার টাকার, সিলকো ফার্মার ৮ লাখ ৬ হাজার টাকার, সিঙ্গার বিডির ২৭ লাখ ৭৫ হাজার টাকার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২০ লাখ ৯৫ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৭ লাখ ৭১ হাজার টাকার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৪০ লাখ ৭৪ হাজার টাকার, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ১১ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।