নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর প্রয়াত উপদেষ্টা জনাব এইচটি ইমামের মরদেহ আজ সকাল সাড়ে নয়টায় হেলিকপ্টারযোগে উল্লাপাড়া নেয়া হবে। সকাল ১১ টায় উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ পুনরায় হেলিকপ্টারযোগে ঢাকা নিয়ে আসা হবে।
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর ১.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। মরহুম এইচটি ইমামের দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
এরপর ঢাকা জেলা প্রশাসন বনানী কবরস্থান প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করবেন।