মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৭ই মার্চ উপলক্ষে পতাকা উত্তলোন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করেছে উপজেলা আওয়ামীলীগ।
রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদেরর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমীকলীগের আহবায়ক মীর সাহেব আলী, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান