ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কামদিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ শাহেনসা ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুর রহমান মাস্টার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান নজমু, উপজেলা আওয়ামীলীগে অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিকসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জল। বর্ধিত সভা ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।