নিজস্ব প্রতিবেদক: রাজধানী গুলশান, কদমতলী ও মুন্সীগঞ্জের গজারিয়ায় র্যাব-১০ এর পৃথক অভিযানে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল শনিবার (২০ মার্চ) সোয়া ১১টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গুলশান থানাধীন শাহজাতপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৮শ’ ৩০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে সবুজ শেখ @ দিদার (৩০) ও আয়েশা আক্তার স্বর্না (২২)।
এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- ৫৩৫/- টাকা উদ্ধার করা হয় এবং একইদিন রাত সোয়া ১১টার দিকে একই আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মনজুর হাসান সুমন (৪০) ও ২। মোঃ অরুন হাওলাদার (৩৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ৩৭০/- টাকা উদ্ধার করা হয়।
একইদিন সোয়া ৭টার দিকে র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন মধ্য বাউশিয়া বাসষ্ট্যান্ড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৪শ’ ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আহমেদ আবির প্রধান (১৮) ও ফারুক প্রধান (৪৬)।
এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- ৪ হাজার ৩৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা ও মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।