মাঠে মাঠে ডেস্ক : ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে জার্মানি। রোববার রাতে তারা ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে হারিয়েছে ১-০ গোলে। জার্মানির হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন সার্জি গিনাব্রি।
এই জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জোয়াকিম লো’র শিষ্যরা। ২ ম্যাচ থেকে সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্মেনিয়া।
রোমানিয়ার মাঠে ম্যাচের ১৭ মিনিটে জয়সূচক গোলটি করেন গিনাব্রি। ৭ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান তিনি।
বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে জার্মানরা। অন্যদিকে রোমানিয়া মুখোমুখি হবে আর্মেনিয়ার।