ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে খরিপ ১ মৌসুমে ২০২০/২০২১ অর্থ বছরের আউশ ধান উৎপাদনের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৩ এপ্রিল) সকালে সনমান্দী ইউনিয়নে বঙ্গবন্ধু লাইব্রেরি কার্যালয়ে প্রধান অতিথি সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ স্বাস্থ্য বিধি মেনে কৃষকের হাতে ৫কিজি বীজ ধান, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এম ও পি সার তুলে দেন।
সে সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন মহামারী করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, আপনারা দেশে গর্ব, আপনাদের জন্য দেশের মানুষ খাদ্য পায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে আপনাদের জন্য ধান বীজ ও সার দিয়েছে। এসময় জাহিদ হাসান জিন্নাহ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।