সাদুল্লাপুরের প্রধান শিক্ষক ফেনসিডিলসহ আটক
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ বিল্লাহকে ৪২ বোতল ফেনসিডিলসহ আটক করেছে জয়পুরহাট বিজিবি’র দল। তাকে দিনাজপুরের হাকিমপুর সিমান্ত এলাকা থেকে আটক করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। আটককৃত মাসুদ বিল্লাহ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরের আব্দুস ছাত্তার মণ্ডলের ছেলে ও ২নং নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, মাসুদ বিল্লাহ একজন প্রধান শিক্ষক হলেও, দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে ২৩ এপ্রিল দিনাজপুরের হিলি থেকে ফেনসিডিল নিয়ে বাড়ির দিকে রওনা হবার প্রস্তুতি নিচ্ছেলেন। এসময় জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাকিমপুর সিমান্ত এলকায় থেকে মাসুদ বিল্লাহকে আটক করা হয়। এতে ৪২ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয় তার কাছ থেকে। পরে হাকিমপুর থানায় মাসুদ বিল্লাহকে হস্তান্তর করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় মাসুদ বিল্লার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাসুদ বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য একখানা পত্র ডিপিও বরাবরে প্রেরণ করা হয়েছে।
অভিভাবক মহলের প্রশ্ন ?
মাসুম বিল্লাহ সাদুল্লাপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন মেধাবী প্রধান শিক্ষক।
তিনি একটি বিশ্ব বিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স এবং মাষ্টার্স করেছেন। ক্লাশে তার শেখানোর কৌশল ভালো। এমন একজন শিক্ষক অপরাধ জগতে জড়িয়ে পরা, সবাইকে ভাবায়। আপনার আমার সন্তানকে কোথায় পাঠাবো শিক্ষা গ্রহণের জন্য?