প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করা হয়েছে সিআডি পুলিশ।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে।
সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মিডিয়া জিসানুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ দেশের বেশ কয়েকটি স্থানে হেফাজতের সহিংসতায় সরকারি সম্পত্তি নষ্টসহ প্রাণহানির ঘটনা ঘটে। সহিংসতার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে আনা হয়েছে।