গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে এ টুর্নামেন্টের ভার্চুয়ালী উদ্বোধন করেন, সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, থানা অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।