নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে ও সিদ্দিক বাজারে পৃথক দুটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
আজ শনিবার (১২ জুন) দুপুরে হাতিরঝিলের মীরবাগের একটি সুতার গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদরদপ্তরে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে মীরবাগ চারতলা ভবনের দোতলায় সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুতা ও মালামাল পুড়ে গেছে।’
এদিকে, সিদ্দিক বাজারে একটি ভবনে দুপুরে আড়াইটার দিকে আগুন লাগে।
স্থানীয়রা জানান, দুপুরে সিদ্দিক বাজারে নাসির প্লাস্টিক হাউসে আগুন লাগে। এসময় ভেতরে থাকা লোকজন আতঙ্কে তাড়াহুড়ো করে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।