প্রশাসনের হস্তক্ষে কামনা করছেন এলাকাবাসী,
সানারপাড়ায় কয়েল কারখানায় অগ্নিকান্ড
ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক কয়েল তৈরির কারখানা। এসব কারখানায় অবৈধভাবে দেওয়া হয়েছে গ্যাসসংযোগ। ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। এসব কারখানার সামনে নেই কোনো সাইনবোর্ড।
এসব কারখানায় প্রতিনিয়তই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। অনুমতি না থাকায় কারখানাগুলো করা হয়েছে অলিগলির ভেতরে। ফলে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারে না ঘটনাস্থলে। যে কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।
সাইনবোর্ড বিহীন এসব কয়েল কারখানা গুলো এলাকাবাসীর অকাল মৃত্যুর কারণ হয়ে দাড়িছে। অবৈধ মশার কয়েল কারখানাগুলোতে প্রশাসনের অভিযানের দাবী জানিয়েছেন এলাকাবাসি।
এদিকে সানারপাড় এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা কয়েল তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টা ১৫ মিনিটে কয়েল গুকানোর চ্যাম্বার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।
স্থানীয়রা জানান, প্রায় দের বছর আগে সানারপাড় এলাকায় মোঃ জাকির হোসেনের মালিকানাধী ওই মশার কয়েল তৈরির কারখানা টি অবৈধ ভাবে গড়ে তোলে। ঘনবসতি পূর্ণ এলাকায় এ কারখানাটি অপরিকল্পিত ভাবে অবৈধ চোরাই গ্যাস সংযোগ দিয়ে চালানো হচ্ছিলো বলে অভিযোগ রয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিভিন্ন বাসাবাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছে মশা দূর করার কয়েল বানানোর কারখানা। প্রতিটি কারখানায় একাধিক নামে কয়েল তৈরি ও বাজারজাত করা হচ্ছে। বিভিন্ন মহলকে ম্যানেজ করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব কয়েল তৈরির কারখানা চালাচ্ছেন মালিকরা।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ কয়েল কারখানায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন, আর্থিক জরিমানা ও কারখানা সিলগালা করে মাঝে মধ্যে। তবে অভিযান শেষ করে চলে যাওয়ার পরই মালিকরা আবার গ্যাস লাইন সংযোগ দিয়ে কারখানা চালু করেন। বছরের পর বছর ধরে চলছে তিতাস আর কয়েল কারখানার মালিকদের এই রহস্যজনক অভিযান খেলা।
অনুসন্ধানে জানা গেছে, মিজমিজি পশ্চিমপাড়ার হাজেরা মার্কেট এলাকায় এখলাছ মিয়ার ‘বুশরা ও চমক’, হারুনের ‘সোনালি’, প্রিন্সের ‘কুইন’, আসাদ মিয়ার ‘সিভিল ম্যাজিক’; মিজমিজি মতিন সড়কে আলমের ‘ডিকে’; মিজমিজি ধনু হাজি সড়কে বজলু মিয়ার ‘হক কয়েল’, কামালের ‘গর্জন’ ও ‘পাগলা’; পাইনাদী শাপলা চত্বরে লাভলু মিয়ার ‘মারুফ’; মিজমিজি বাতানপাড়া মহিউদ্দিনের ‘পিসিপি’, ‘নাইট ফোর্স’, ‘বোস্টার’, ‘বাসক পাতা’, ‘অল মার্ডার’; একই এলাকায় সামছুল ইসলামের ‘ভেনিস’ ও ‘পিয়াস’; মিজমিজি পশ্চিমপাড়ায় আনোয়ারের ‘ক্রাউন’, জামানের ‘হিরু’; মিজমিজি কান্দাপাড়ায় সোহরাব হোসেনের ‘সিক্স স্টার গোল্ড’, দক্ষিণ সানারপাড়ে তফাজ্জল হোসেনের ‘অ্যাপেক্স’ নামের কয়েলসহ প্রায় অর্ধশতাধিক কয়েল তৈরির কারখানা গড়ে উঠেছে।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, অবাধে কয়েল ফ্যাক্টরী গুলো গড়ে উঠার কারণে বিষাক্ত ক্যামিকেল, দুর্গন্ধ ও ময়লা পানির কারনে অনেকের হাপানি, শ্বাসকষ্টসহ নানাহ বায়ুবাহীত রোগ ছড়িয়ে পড়ছে, ফলে আমাদের বসবাস করতে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, এসব কারখানার তৈরি অবৈধ কয়েলের গুনগত মান পরীক্ষা-নিরীক্ষা করা নেই। তাছাড়া বিভিন্ন নামিদামি কারখানার কয়েল অবিকল নকল করে বাজারজাত করছে এসব কারখানা মালিকরা। বিভিন্ন মোড়ক তৈরি করে অবৈধ কারখানার মালিকরা তাদের নিজেদের তৈরি কয়েল প্যাকেট করে গোপনে বাজার জাত করছে। অনুমোদিত কয়েলের চেয়ে দাম অনেক কম হওয়ায় খুচরা বিক্রেতারা অধিক মুনাফার লোভে নকল কয়েল বিক্রি করছে ক্রেতাদের কাছে। ক্রেতারা অনুমোদিত কারখানার তৈরি কয়েল মনে করে বেশী দামে অভিকল নকল কয়েল কিনে প্রতারিত হচ্ছে। এসব নকল কয়েল মানব দেহের জন্য মারত্নক ক্ষতিকর। অবৈধ কারখানা মালিকরা নকল কয়েল তৈরি ও বাজারজাত করে এক দিকে ক্রেতাদের সাথে প্রতারণা করে অর্থিক ফায়দা লুটছে অপর দিকে জীবনকেও ঠেলে দিচ্ছে হুমকির মূখে। অপরিকল্পিত ভাবে গড়ে উঠা এসব অবৈধ অনুমোদনহীন একাধিক কারখানায় বিভিন্ন সময় আগুন লাগার ঘটনাও ঘটছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সচেতন এলাকাবাসী।