নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুন্ডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৯তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. রফিকুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর। অনুষ্ঠানে সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম সিটি কলেজের সহযোগী অধ্যাপক তানবীরা আহমেদ, ম্যাক কর্পোরেশন চেয়ারম্যান মাস্টার কাসেম উপস্থিত ছিলেন।