নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) সোয়া ১১ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার থানাধীন পশ্চিম ইসলামবাগ বার হাজার গলি এলাকায় একটি অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৪ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে আবুল কালাম আজাদ @ মিঠু (৪৩), হারুন (৪০), জামাল (৪৫) ও টুটুল খন্দকার (৫০)। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১০৪ টি জুয়া খেলার কার্ড, ৪টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন বিকাল ৫টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ভাটারা থানাধীন খিলবাড়ির টেক এলাকায় অপর একটি অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৯ জন জুয়ারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে রাজা মিয়া (৫২), আবুল বাশার (৫২), আশরাফ উদ্দিন (৫০), বাচ্চু মিয়া (৫০), একিন আলী (৫৫), শহিদুল ইসলাম (৪৩), আফজাল (৩৫), রুহুল আমিন (৪০) ও মিজান হাওলাদার (৪৫)। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১৫৬ (একশত ছাপ্পান্ন) পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১ টি মোবাইল ফোন ও নগদ- ১২,৭২০/- (বারো হাজার সাতশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুকিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।