আনন্দ ঘর প্রতিবেদক: আজ বুধবার (৮ জুলাই) জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা’র জন্মদিন। বিভিন্ন গণমাধ্যম ও শ্রোতা-দর্শকরা সফিউল আলম রাজাকে “ভাওয়াইয়া রাজা” কেউবা ডাকেন “ভাওয়াইয়া’র রাজকুমার” আবার কেউবা ডাকেন “ভাওয়াইয়ার ফেরিওয়ালা”।
সফিউল আলম রাজা ভাওয়াইয়া জগতের অন্যতম প্রখ্যাত এক শিল্পী। তার জনপ্রতিয়তা আর গায়কী প্রতিভায় ভাওয়াইয়া অঙ্গনে যোগ হয়েছে এক নতুন মাত্রা। একাধারে সাংবাদিকতা ও ভাওয়াইয়া গানের অন্তঃপ্রাণ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বাহের দেশের এই শিল্পী সফিউল আলম রাজা। তিনি দেশের সীমানা পেরিয়ে সুদূর অস্ট্রেলিয়াসহ একাধিক দেশে দেশের ভাওয়াইয়া গান পৌঁছে দিয়েছেন।
“ভাবের ছলে মজাইলেন মোক/বানাইলেন মোক বাউদিয়ে(ভবঘুরে)” তার গাওয়া গানের মতোই নব্বইয়ের দশকে সূদুর চিলমারীর বন্দর থেকে ঢাকায় পারি জমান। সেই যে যাত্রা শুরু হলো এই রাজকুমারের তারপর নিজস্ব প্রতিভায় একের পর এক সাংবাদিকতা ও গানে অনেক পুরস্কার জুটেছিল তার ভাগ্যে।
তিনি ভাওয়াইয়া’র প্রচার-প্রসার ও তরুণ-প্রজন্মকে শেকড়মুখী করতে নিবেদিত প্রাণে কাজ করে গেছেন। নিজ জন্মস্থান চিলমারীর বন্দরে ঠিক শান্তি নিকেতনের আদলে একটি ভাওয়াইয়া ইন্সটিটিউট প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন। যেখানে নিয়মিত ভাওয়াইয়ার চর্চা ও গবেষনা হবে। থাকবে ভাওয়াইয়া মিউজিয়াম।
মহাকাব্য হতে গিয়ে অর্ধ সমাপ্ত এক উপন্যাসেই ঠেকে গেছেন। ঝরা পালকের মতো ঝরে পরেছে ভাওইয়ার এই রাজকুমারের জীবন। যার জীবন গান দিয়েই শুরু এবং গান দিয়েই শেষ হয়ে যায়। রাজাদের কখনো মৃত হয়না, তিনি বেচে থাকবেন তার গানে। ক্ষন জন্মা এই ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিকের আজ ৪৭ তম জন্ম বার্ষিকী।