ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ:
স্বদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সাংবাদিকদের সংগঠন ওয়াকিং জার্নালিস্টের সদস্য খায়রুল হাসানের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তিনি আজ বুধবার (৭ জুলাই) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন।
বাদ যোহর মরহুমের নামাজে জানাজা আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদের পাশেই কবরস্থানে তার মৃতহেদ দাফন করা হয়। সাংবাদিক খাইরুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের সকল সাংবাদিক মহল।