এএইচএম সাইফুদ্দিন, নিজস্ব প্রতিবেদক:অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনের আওতায় আনা এলিট ফোর্স র্যাবের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটি র্যাবের চলমান আভিযানিক কর্মকান্ডেরই একটি অংশ। র্যাব এর সন্ত্রাসবিরোধী অভিযানের ফলে জনগণ শান্তিতে জীবন যাপন করছে এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে।
র্যাব-২ জানায়, কতিপয় সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রমের জন্য মোহাম্মদপুর থানাধীন শহীদ বুদ্ধিজীবি কবরস্থানের এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে র্যাব-২ এরআভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীনশহীদ বুদ্ধিজীবি কবরস্থানের ২নং গেইট এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাফিজুর রহমান@ ফালান (২৬) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে ১টি দেশীয় ওয়ান শুটারগান ও ২ রাউন্ড তাঁজা গুলিসহ গ্রেফতার করে।
এই অস্ত্র ব্যবহার করে আটকৃত হাফিজ ও তার সহযোগীরা মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সময় ব্যবসায়ী ও পথচারীদের নিকট হতে ছিনতাই করতো বলে র্যাবের অনুসন্ধানে প্রতীয়মান হয়। প্রায়শঃই তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে।
সে এবং তাদের সহযোগীরা দিনে ভূমি দখল ও ব্যবসায়ীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ সন্ধ্যার পর থেকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিলোএবং এ ধরনের বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মোট ৭ টি মামলার সন্ধান পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামীথেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২এ ধরনের অভিযানঅব্যাহত রাখবে।