ঝিনাইদহ প্রতিনিধি : দুজনই গুরুতর অসুস্হ।অর্থাভাবে চিকিৎসা না করিয়ে নিজ বাড়ীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তারা।খবর শুনে ছুটে যান পৌর মেয়র আশরাফুল আলম (আশরাফ)।ঘড়ির কাটা তখন বেলা-১টা। অসুস্হ কন্টুর বাসায় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।অসুস্হ কন্টু সহ তার সহধর্মিণী ছায়েরা বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন তিনি।তাৎক্ষনিক ভাবে তিনি এ্যাম্নুলেন্স যোগে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার সকল দায়িত্ব নিলেন।এ এক অন্যরকম বিরল ভালোবাসা দেখালেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
সকলেই যাকে কন্টু নামে চিনেন তিনি হলেন আব্দুল মান্নান (কন্টু)।সাবেক কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের আহ্বায়ক।বিএনপির শাসনামলে আব্দুল মান্নান কন্টুকে কুপিয়ে জখম করেন সন্ত্রাসীরা।তারপর হতেই আব্দুল মান্নান কন্টু শারীরিকভাবে অসুস্হ।তিনি বর্তমানে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন শারীরিক ভাবে মারাত্মক অসুস্হ।অসুস্হ আওয়ামীলীগের সাবেক নেতার পাশে দাড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রশংসায় ভাসছেন পৌরমেয়র আশরাফুল আলম(আশরাফ)।