মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর থানাধীন জয়রা এলাকা হতে ২.৫০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর সিপিসি ৩।
গ্রেপ্তারকৃতরা হলো জয়রা এলাকার তারা মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন তোফা (৩৫) ও আনসার উদ্দিনের ছেলে গোফরান মিয়া (৫০)। ৪ আগষ্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
র্যাবের মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে: আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২.৫০ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন ও নগদ ৭২০ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।