নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে আজ সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে রাজধানীর ধানমণ্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র নেতৃত্বে অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, যুগ্মসচিব অসীম কুমার দে প্রমুখ।
এছাড়া শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ১৬ মিনিট দৈর্ঘ্যের ‘সেই যুবকটিকে কোথাও দেখি না’ শীর্ষক একটি ডকুফিকশন নির্মাণ করা হয়েছে যা আজ বিটিভিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।