জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে । আজ বুধবার (১১ আগস্ট) দুপুর দুর্ঘটনাটি ঘটে।
ঈশ্বরগন্জ উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের দিন মজুর আছির উদ্দিনের ছেলে রুবেল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায় , রুবেল তার বাড়ির পাশেই সিন্নি বিলে কৃষি জমিতে আমন ধানের চারা রোপণ করতে যায়। সাথে ছিলো দুই যুবক । কিন্তু বৃষ্টি ও বজ্রপাত শুরু হল ওরা দুই জন ক্ষেত থেকে উঠে গেলেও রুবেল ধানের রোপন করতে থাকে। হঠাৎ বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হয় রুবেল। তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।