নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে পবিত্র কোরআন খতম, বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের জন্য বিশেষ দোয়া এবং মাদ্রাসার এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করেছে র্যাব-১০।
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালনের উদ্দেশ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কতৃক বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ আজ শুক্রবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালনের উদ্দেশ্যে গৃহিত কর্মসূচির অংশ হিসেবে পবিত্র কোরআন খতম করানো হয়, পবিত্র জুমাআবাদ বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের মাগফেরাতের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও আশরাফবাদ এতিমখানার ৩৫০ জন এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে।