শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা এর আওতায় ২০-৮-২১ তারিখ ৪ ঘটিকার সময়ে শেরপুর জেলার সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয় জেলা শিল্পকলা একাডেমিতে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য প্রতিমন্তী ডাঃ মুরাদ হাসান এমপি, প্রধান বক্তা ছিলেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, পৌরমেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমান, সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, এতে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান বক্তা হুইপ আতিক বলেন, শেরপুর সাংবাদিকরা করোনাকালিন সময়ে অত্যন্ত সাহসীকতার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন।” প্রধান বক্তা প্রতিমন্তী ডাঃ মুরাদ হাসান এমপি বলেন,” সাংবাদিকরা জাতির দর্পণ। সবাইকে দেশপ্রেমিক হিসাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।এরপর সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়।