নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
জাতীয় শোক দিবস- ২০২১ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট। একক বক্তৃতা অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু অধ্যাপক’ প্রফেসর ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আগামী ২৫ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভার্সুয়াল প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হবে।
জুম লিংক-(https://bdren.zoom.us/j/8653542218?pwd=Y3p4dVA4REl5ZUpFTTRFNDZEaFROUT09).