নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জানা যাবে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত। এরআগে প্রতিদিন ৬ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বদল করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে এ বিষয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে বলে জানা গেছে। সেখানে সিদ্ধান্ত হবে কবে থেকে নির্দিষ্ট সময় বন্ধ থাকবে সিএনজি স্টেশন।
গতকাল সােমবার (১৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে আগামী বুধবার বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন ছয় ঘণ্টা করে বন্ধ থাকবে সিএনজি ফিলিং
এই ঘােষণার পর এক ঘণ্টা যেতে না যেতেই মন্ত্রণালয়ের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানাে হয়, সিএনজি স্টেশন বন্ধের বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।