নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
কুড়িগ্রাম জেলার উলিপুরের গ্রামের বাড়িতে শায়িত হলেন বিশিষ্ট ও বাংলা টুডে২৪ এর সম্পাদক সাংবাদিক মােহাম্মদ আলী সরকার।
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টায় তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অংসখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ষীয়ান এ সাংবাদিকের মৃত্যুতে বাংলাটুডে পরিবারে শােকের ছায়া নেমে এসেছে। মােহাম্মদ আলী সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি রাজশাহী বার্তা, ইত্তেফাক, ইনকিলাব, নিউনেশন, মর্নিংসানসহ বিভিন্ন দৈনিকে কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র দূতাবাসে পলিটিক্যাল অফিসার হিসেবে কাজ করেছিলেন। গতকাল বৃহস্পতিবার গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
কর্মজীবনে অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত মােহাম্মদ আলী সরকার তার সহকর্মীদের কাছে ছিলেন ভীষণ আপন। সবাইকে কাছে টানার অদ্ভুত এক শক্তি ছিল তাঁর। সদা হাস্যোজ্জ্বল ও রসবােধ সম্পন্ন মানুষ ছিলেন। দূতাবাসে কাজের কারণে বিদেশিদের কাছেও ছিলেন প্রিয় মুখ।
বাংলা টুডের পক্ষ থেকে শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানাে হয়েছে। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীকে দোয়া করার অনুরােধ জানানাে হয়েছে।