দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জেলা থেকে বিলুপ্তির পথে প্রকৃত তিন সৌন্দর্য্য সাদা বক। খাবারের সন্ধানে বিল নদী জলাশয়ে আসা সাদা বকের খুব বেশি দেখা মেলেনা এ জেলায়।
বনভূমি উজার আর অসাধু পাখি শিকারীদের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে বক। অথচ আমাদের বাংলা কবিতা ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশাল জায়গা দখল করে আছে বিভিন্ন রকমের বক।
কখনও মেঘাচ্ছন্ন আকাশে ঝাঁক বেঁধে উড়ে চলা, কখনও দিগন্ত বিস্তৃত মাঠের সবুজ গালিচার সৌন্দর্য্য বাড়িয়ে দিত ঝাঁকে ঝাঁকে সাদা বক। আবার কখনও দলবদ্ধ হয়ে উড়তে উড়তে একসময় মিশে যেত দূর আকাশ নিলীমায়। এ উড়ে যাওয়া মানেই প্রন্থান নয়।
এ বিল থেকে ও বিলে অথবা দিন শেষে কোন বন কিম্বা বঁাশঝাড়ে নিজ নীড়ে ফিরে যেত। প্রকৃতিক নান্দনিক পাখি বক, বকের কলরব এখন শুধুই স্মৃতি। আট প্রজাতির সাদা বকের মধ্যে আমাদের দেশে রয়েছে পাঁচ প্রজাতির সাদা বক।
আকারে ৪৫ থেকে ১শ’ ৫০ সেন্টিমিটার হয়ে থাকে। নিষিদ্ধ হলেও অসাধু শিকারীর গুলি করে বক নিধন করছে আবার কেউ ফাঁদ পেতে আবার কেউ কেউ পোষা বক দিয়ে বুনো বক ধরছে। সম্প্রতি জেলায় ঘুঘুডাঙ্গা ইউনিয়নের এ ঝাঁক বকের দেখা মেলে। বিলের মাঝে সুবজ ঘাসে ওঁৎ পেতে আছে পাশের ঝিলে মাছ শিকারের আশায়।
এ যেন অবাক করা সৌন্দর্য। বকের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে ছবি তুলতে গেলে সাদা পালক ঝাপটে বকগুলো একটু একটু করে দূরে সরে যাচ্ছিল। মনে হলো পৃথিবীটা যেন একটু খানি বদলে যাচ্ছে। জলাবায়ু পরিবর্তন আর বনভূমি উজাড়ের কারণে বক যেন আমাদের জনবসতি থেকে অভিমানেই দুরে চলে গেছে।