নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল বিদ্যুৎস্পৃষ্টে এক নারী মারা গেছেন। নিহত মরিয়ম বেগম (৫৮) চাটখিল পৌরসভার ফতেপুর গ্রামের বাসিন্দা এবং চাটখিল বার্তার আবাসিক সম্পাদক মাইন উদ্দিন বাধনের মা। গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে নিজের বিল্ডিংয়ে ছাদে কাপড় শুকাতে দিতে যান তিনি। এ সময় বিদ্যুতের তারে হাত লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুত্বর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান এ বিষয়ে নিহতের স্বজনেরা পুলিশকে অবহিত করেনি।