এম এ মান্নান, লালমনিরহাট
লালমনিরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে সদর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ।
সভাতিত্ব করেন, লালমনিরহাট আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণয় অধিকারী।
এসময় লালমনিরহাট সদর উপজেলার ৩শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা কমকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষায় দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন।