জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক খরব পত্রিকার উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম নয়ন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় হাসপাতাল রোডস্থ নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে আংশকাজনক অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, উপজেলা পরিষদ চেয়ারম্যন মাহমুদল হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিকবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে ১ মেয়ে রেখে যান। বাদ মাগরিব এর পর উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া মাদ্রাসায় প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হয়। ওই প্রতিষ্ঠানের গোরস্থানে দাফন করা হয়।