সংবাদদাতা, রংপুর: রংপুরে স্মার্ট ফোন না পেয়ে রিয়াদ হোসেন (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার গঙ্গাচড়া উপজেলা সদর ইউনিয়নের সিটিসেল টাওয়ার সংলগ্ন দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দোলাপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে ও গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রিয়াদ বেশ কিছুদিন থেকে তার বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে চাচ্ছিলে। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার পরিবার ফোন কিনে দিতে পারেনি। এতে বাবা-মায়ের ওপর অভিমান করে রিয়াদ। ‘আজ সকালে বাড়ি ফাঁকা পেয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে।’
এ সময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঝুলন্ত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।