প্রতিনিধি, ডুমুরিয়া:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক ছাত্রনেতা উপজেলা যুবলীগের সদস্য খান তৌহিদুজ্জামান রাতুল।
এ সময় জনগণের প্রত্যাশিত ব্যক্তিকেই মনোনয়ন দেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, দল যাকেই মনোনয়ন দেবে আওয়ামী লীগের হয়ে আমরা তার পক্ষেই কাজ করবো। তবে কাজই হোক দলের মূল্যায়ন এ প্রত্যাশা ভোটারসহ আমাদের সকলের।
আজ সোমবার ( ৪ অক্টোম্বর) রাজধানীর ধানমন্ডীর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম বাদশা আ. আলীম ফারুক হোসেন, ধামালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা মুরাদ হোসেন জুয়েল, যুবলীগ নেতা ফারুক হোসেন প্রমুখ।
তরুণ্যের প্রতীক বিশিষ্ট সমাজসেবক খান তৌহিদুজ্জামান রাতুল গণমাধ্যমকে বলেন, এলাকায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে আমার গভীর সম্পর্ক। আশা করছি দলীয় মনোনয়ন পেলে আমার চেয়ে জনগণই বেশি খুশি হবেন। কারণ জনগণ জানে আমার কার্যক্রম সর্ম্পকে। তবে শুধু জনগণ জানলে হবে না। দলকেও এলাকার খোঁজ খবর নিয়ে প্রার্থীতা ঘোষণা করতে হবে।
তিনি বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নসহ মাদকমুক্ত আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর সেবা করাই আমার একমাত্র চাওয়া।
উল্লেখ্য, দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।