প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষথেকে অতিথি মহোদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভ উদ্বোধন ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৩২গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য’র সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষকলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মুকু, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, গুমানিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম রিপন, রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, পানিতলা হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আপেল মাহামুদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রিবৃন্দ ।
অনুষ্ঠানে বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ.এ.এম আলতামাছুল ইসলাম প্রধান শিল্পী’র সভাপতিত্বে রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলুর সঞ্চালনায় বক্তারা বাংলাদেশ সরকারের শিক্ষাখাতে উন্নয়ন তুলে ধরেন।
বক্তারা বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। এসময় প্রতিষ্ঠানটির নিরাপত্তার স্বার্থে সাইড ওয়াল নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।