নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার (২৯ নভেম্বর) বসুন্ধরা টিস্যু তুরুপের তাস-২ এবং বসুন্ধরা A4 পেপার গেস এন্ড উইন-২ -এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল ‘দ্যা ফুড হলে’ এর বসুন্ধরা সিটি আউটলেটে ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১- এর আসরে বাংলাদেশী ক্রিকেট ভক্তদের আনন্দ আরো দ্বিগুণ করতে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা A4 পেপার আয়োজন করেছিল সম্পূর্ন ভিন্নধর্মী এই ফেসবুক ক্যাম্পেইন । সারা বাংলাদেশের হাজার হাজার ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহনে্র মাধ্যমে ফেসবুক ক্যাম্পেইন দুটি নতুন মাত্রা পায়। মূলত বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা A4 পেপার অফিশিয়াল ফেসবুক পেইজের কুইজে কমেন্ট করার মাধ্যমে প্রতিযোগীরা এই কুইজে অংশগ্রহণ করে।
সে সকল কমেন্ট থেকে সঠিক উত্তরদাতাদের বাছাই করা হয়, পরবর্তীতে তাদের মধ্যে থেকে লটারীর মধ্যমে মোট ৩৫ জন ভাগ্যবান বিজয়ী বাছাই করা হয়। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ছিল মোবাইল ফোন, আকর্ষনীয় গিফট হ্যম্পার এবং দ্যা ফুড হলের মুখরোচক খাবারের ব্যবস্থা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর সি মার্কেটিং- এর ডিজিএম মোহাম্মদ আলাউদ্দীন, ডিজিএম, সেলস কাজী এমদাদুল হক, এজিএম রাজু আহমেদ ও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।