নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্য অপসারণ করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসির প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার মৌখিকভাবে এ আদেশ দেন। প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের কটূক্তিপূর্ণ বক্তব্য আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
পরে সৈয়দ সায়েদুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল কটূক্তিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। বিষয়টি আদালতে উল্লেখ করে এই ভিডিও অপসারণের জন্য আরজি জানিয়েছি। কেননা ভিডিওটি সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই বক্তব্য বিবেচনায় নিয়ে আদালত আলালের ওই ভিডিও অপসারণে ব্যবস্থা নিতে বিটিআরসিকে বলেছেন।’