বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত বিষয় এখন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে। সাফল্য ও জনপ্রিয়তায় দুজনেই বলিউডে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছেন। দুজনের কাছ থেকে বেশ কিছু হিট ছবি পেয়েছে বলিউড।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া.কম ভিকি ও ক্যাটরিনা কত টাকার মালিক তা নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
অক্ষয় কুমার, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব নায়কদের সঙ্গে সিনেমা করেছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাগুলো ব্যবসাসফল হওয়ায় ক্যাটরিনার পারিশ্রমিকও বেড়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া.কম বলছে, ক্যাটরিনাকে নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ হচ্ছে তা যদি সত্যি হয় তবে বর্তমানে তার সম্পদের পরিমাণ ২৪০ কোটি রুপি।
অন্যদিকে ভিকির মোট সম্পদের পরিমাণ ২৫ কোটি রুপি। অর্থাৎ ভিকির চেয়ে প্রায় ২০০ কোটির বেশি সম্পদের মালিক ক্যাটরিনা।
ক্যাটরিনা সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ১১ কোটি রুপি। যেখানে ভিকি কৌশল পারশ্রমিক নেন তিন থেকে চার কোটি রুপি।
বিজ্ঞাপনের জন্য ক্যাটরিনা নেন ছয় কোটি রুপি। আর ভিকি নেন দুই থেকে তিন কোটি রুপি।
এ জুটি তাদের বিয়ের অনুষ্ঠান স্পেশাল প্যাকেজ হিসেবে আগামী বছর প্রচারের জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের বিয়ে আজ হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।
বিয়ে উপলক্ষ্যে মঙ্গলবার এ জুটি অতিথিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার তারা যোগ দিয়েছেন গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানে।
বিয়ের অনুষ্ঠান হচ্ছে রাজস্থানের শহর সাওয়াই মাধপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। ইতোমধ্যে এ জুটি পরিবারসহ বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। সেখানে পৌঁছেছেন অতিথিরাও।
অনুষ্ঠানে আসা অতিথিদের আয়োজন চলাকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ভিকি-ক্যাট।
কফি উইথ করণ অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পর্বে উপস্থিত হয়ে নিজেদের প্রতি আগ্রহের কথা জানিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা।
ধারণা করা হয়, এর পর থেকেই তাদের মধ্যে প্রেম শুরু।
তবে, তারা বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি কখনও। যদিও তাদের উভয়কে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল।