সংবাদদাতা, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে তিন ছেলেমেয়েকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন বাবা। এ সময় ঘটনাস্থলে আনোয়ার হোসেন (৪০) ও মেয়ে রাহিনী আক্তারের (৮) মৃত্যু হয়।
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুই বছরের ছেলে যাবের ও চার বছরের মেয়ে মাহিমাকে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
আজ রবিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান।
আনোয়ার হোসেন জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমেদের ছেলে ও তার মেয়ে রাহিনী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল শনিবার রাতে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। একপর্যায়ে রাতেই স্ত্রী বাপের বাড়ি চলে যান।
তারপর আজ ভোরে নিজের তিন ছেলেমেয়েকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। এ সময় মেয়ে রাহিনী ও আনোয়ারের মৃত্যু হয়। পরে টের পেয়ে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান জানান, মূলত পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।