বিনোদন ডেস্ক: ভক্তদের দারুণ এক সুখবর দিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। জানালেন- প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন তিনি।
ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্’। সেই পোস্টে ভক্ত অনুসারীরা এই দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।
নায়ক সিয়ামের স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দিতে ২০১৮ সালে বিয়ে করেন তারা। এই দম্পতির কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে। প্রিয় মানুষটির সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই নায়ক। এরই ধারাবাহিকতায় এবার সবচেয়ে বড় এই খবরটি দিতেও ভুললেন না এই দম্পতি!