বাহিরের দেশ ডেস্ক: ২০২২ সালের মধ্যে পৃথিবী থেকে করোনাভাইরাস মহামারির অবসান ঘটানোর আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউইচও) প্রধান টেড্রস আধানম।
শুক্রবার ২০২১ সালের শেষ দিনে লিঙ্কডইনে নতুন বছরের আগমনী বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, ‘দুই বছরে আমরা এখন এই ভাইরাসকে ভালভাবে জেনেছি। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শিখেছি।’
ডব্লিউইচও প্রধান বলেন, ‘আমরা এ রোগের চিকিৎসা করতে পারছি। গুরুতর অসুস্থ ও আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনা এতে বেড়েছে। এসব শিক্ষা এবং সামর্থ্য দিয়ে মহামারির অবসান ঘটানোর সুযোগ আমাদের হাতে আছে।’
তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যত দীর্ঘসময় ধরে বৈষম্য অব্যাহত থাকবে, মহামারি তত বেশি সময় থাকবে।
তিনি বলেন, ‘দুই বছরে করোনার বিরুদ্ধে লড়াই করার সরঞ্জামগুলো বিশ্বজুড়ে অসমভাবে বিতরণ করা হয়েছে। আফ্রিকায় প্রতি ৪ জন স্বাস্থ্যকর্মীর ৩ জনই টিকা পাননি। সেখানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তৃতীয় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা যদি বৈষম্যের অবসান ঘটাতে পারি, তাহলে আমরা মহামারির অবসান ঘটাতেও সক্ষম হব। সারা বিশ্বে আমরা সবাই যে দুঃস্বপ্নের মধ্য দিয়ে বেঁচে আছি, তার অবসান ঘটাতে পারব এবং তা সম্ভব।’
নতুন বছরের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বৈশ্বিক টিকাদান কর্মসূচির আওতায় বিশ্বের সব দেশের ৭০ শতাংশ জনগণকে টিকা দিতে তিনি সরকারের সঙ্গে কাজ করবেন।